Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে ডামুড্যায় মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে ডামুড্যায়  মানববন্ধন
জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে ডামুড্যায় মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন শরীয়তপুরের ডামুড্যায় নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর জানান, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র একে অপরের সাথে সম্পৃক্ত। যদি এনআইডি সেবা ইসির বাইরে নেওয়া হয়, তাহলে এটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং শুদ্ধতা হারাবে। তাই আমরা চাই, এটি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো: জাহাঙ্গীর আলম ,তালেব ভূইয়া, মো: জাহিদ,মো: তুহিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা একই দাবি জানিয়ে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।