Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নিহত ১, আহত ২ রোহিঙ্গা

প্রধান উপদেষ্টা  ও জাতিসংঘের মহাসচিবের  অংশগ্রহণে  আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নিহত ১,  আহত ২ রোহিঙ্গা
প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নিহত ১, আহত ২ রোহিঙ্গা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে করে পাহাড়ের ঢাল থেকে পরে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামতুল্লাহকে মৃত ঘোষণা করেন।