Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

পিছিয়ে পড়েও আটলান্টাকে হারিয়ে শীর্ষে ইন্টার মায়ামি

পিছিয়ে পড়েও আটলান্টাকে হারিয়ে শীর্ষে ইন্টার মায়ামি
পিছিয়ে পড়েও আটলান্টাকে হারিয়ে শীর্ষে ইন্টার মায়ামি

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। সোমবার (১৭ মার্চ) ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২-১ গোলে জয় পায় ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আটলান্টা। ১১তম মিনিটে আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথের গোলে লিড নেয় অতিথিরা। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ২০ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি।

এরপর ম্যাচে উত্তেজনা ধরে রাখে দুই দলই। তবে ৮৩ মিনিটে হাভিয়ের মাচেরানো বদলি হিসেবে নামান হাইতির অভিজ্ঞ উইঙ্গার ফাফা পিকল্টকে। কোচের সেই সিদ্ধান্ত শেষ মুহূর্তে ফল দেয়। ৮৯ মিনিটে জর্দি আলবার নিখুঁত ক্রস থেকে হেডে বল জালে পাঠান ৩৪ বছর বয়সী পিকল্ট, যা নিশ্চিত করে মায়ামির টানা তৃতীয় জয়।

এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। চার ম্যাচে ১০ পয়েন্ট তাদের ঝুলিতে। এর আগে শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারানোর পাশাপাশি নিউইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছিল তারা।

আটলান্টার বিপক্ষে এই জয় মায়ামির জন্য বিশেষ কিছু। কারণ, গত মৌসুমে প্লে-অফ পর্বে দুই লেগেই তাদের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি।

আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল মায়ামির শেষ ম্যাচ। এখন মেসি যোগ দেবেন আর্জেন্টিনা দলে, ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে। তার আগে এমন ফর্মে মেসিকে দেখা নিঃসন্দেহে আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্বস্তির খবর।

বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।