Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

ধার পরিশোধে ব্যর্থ হয়ে ১২ বছরের শিশুর বিয়ে ৪৫ বছর বয়সীর সাথে!

ধার পরিশোধে ব্যর্থ হয়ে ১২ বছরের শিশুর বিয়ে ৪৫ বছর বয়সীর সাথে!
ধার পরিশোধে ব্যর্থ হয়ে ১২ বছরের শিশুর বিয়ে ৪৫ বছর বয়সীর সাথে!

ধারের টাকা পরিশোধ করতে না পারায় বাবা-মায়ের অজান্তে শিপন হাওলাদার নামের চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ফুপু জাহানারা বেগমের বিরুদ্ধে।

ওই শিশু শিক্ষার্থীর বাড়ি পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে ও শিপনের বাড়ি বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে দু’দফা তুলে নেয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে তার পরিবার।

ওই শিশুর পারবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে ওই শিশুর পিতা নজরুল ইসলাম তার ফুফু জাহানারার মাধ্যমে ৪০ হাজার টাকা ধার নেন। ধার দেনায় জর্জরিত হয়ে তিনি এলাকা ছাড়া হওয়ায় হয়েছেন।

প্রায় এক মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারাঙ শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে কলমা দেন। পরে তারা দু,দফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাঁধায় তা পন্ড হয়ে যায়।

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা।

বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম।