Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

জাজিরায় বিশ্ব যক্ষা দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি

জাজিরায় বিশ্ব যক্ষা দিবস  ২০২৫ উপলক্ষে র‌্যালি
জাজিরায় বিশ্ব যক্ষা দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি

শরীয়তপুরের জাজিরায় বিশ্ব যক্ষা দিবস ২০২৫ উপলক্ষে র্্যালী হয়েছে।
প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা, সম্বম হবে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া- এই প্রতিপাদ্য বিষয়ে সামনে তুলে ধরে
জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগে ও ব্র্যাক জাজিরা উপজেলার আয়োজনে এই জনসচেতনতা মূলক র্্যালী জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়, র্্যালীতে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোমান বাদসা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজিম উদ্দীন, ডাঃ মোঃ কবির আলম,
আবু বক্কর সিদ্দিক, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহায়ক।
সুশান্ত কুমার শিকদার,
প্রোগ্রাম অফিসার, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সহ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও যক্ষা কুষ্ঠ বিভাগের কর্মচারী বৃন্দ।