Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

জাজিরায় বিআরডিবির অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

জাজিরায় বিআরডিবির অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত
জাজিরায় বিআরডিবির অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের জাজিরায় “সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল”-এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে “বিআরডিবির অঙ্গীকার, উন্নত সমৃদ্ধ পল্লী গড়ার” এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোড বিআরডিবি জাজিরা উপজেলার আয়োজনে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৪ রমজান মোতাবেক ২৫ মার্চ বেলা ১১ টায় মুলনা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা পল্লী উন্নয় কর্মকর্তা মোঃ রিপন খন্দকার এর সঞ্চালন ও শরীয়তপুর জেলা বিআরডিবি উপপরিচালক সুপ্রিয়া বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক পল্লী প্রগতি কর্মসূচি মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক জনসংযোগ ও সমন্মত্য মোঃ নুরুজ্জামান, উপ-পরিচালক মুল্যায়ন সেবা মোঃ জিয়াউল হক, নির্বাহী পরিচালক পিইপি প্রকল্প ফরিদপুর অঞ্চল কল্লোল সরকার, মুলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, এছারাও এসময়ে শরীয়তপুর জেলা দফতর পিইপি সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা অজয় মালো,মুলন ইউনিয়ন সচিব লিপি আকতার, লাউখোলা হাট ইজারাদার মোঃ সেন্টু সরদার, ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান শিবলু, ঝর্না আকতার, বিভিন্ন প্রকল্পের/ কর্মসূচির মাঠ কর্মী বৃন্দ ও বিআরডিবি সুফলভূগী সদস্য গন উপস্থিত ছিলেন।