Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে হাজারো মুসল্লির ঈদের নামাজ

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে হাজারো মুসল্লির ঈদের নামাজ
জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার সঙ্গে হাজারো মুসল্লির ঈদের নামাজ

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক ও হাজারো মুসল্লি অংশ নেন। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়। এছাড়া বায়তুল মোকাররমে পাঁচটি জামাতের আয়োজন করা হয়। নিরাপত্তার মধ্য দিয়ে ৩৫ হাজার মুসল্লির জন্য মূল প্যান্ডেলসহ নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়।