
নতুন শুরুর আশায় স্কোয়াডে বড় পরিবর্তন এনেছিল পাকিস্তান। তবে রোববার হ্যাগলি ওভালে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেই পরিবর্তন কোনো সুফল বয়ে আনতে পারেনি। মাত্র ৯১ রানে অলআউট হয়ে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে সফরকারীরা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই ছন্নছাড়া ছিল। মাত্র ১১ রানেই ফিরে যান শীর্ষ তিন ব্যাটার। এরপর খুশদিল শাহ (৩২), আগা সালমান (১৮) ও জাহানদাদ খান (১৭) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ। শেষ পর্যন্ত ৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর। এর আগে কিউইদের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন রান ছিল ১০১।
নিউজিল্যান্ডের বোলাররা ছিলেন শুরু থেকেই আগ্রাসী। জ্যাকব ডাফি ৩.৪ ওভারে মাত্র ১৪ রানে শিকার করেন ৪ উইকেট। আর কাইল জেমিসন ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৩টি উইকেট, যার সুবাদে তিনিই হন ম্যাচসেরা।
মাত্র ৯২ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের ওপেনাররা ব্যাট হাতে ঝড় তোলেন। টিম শেইফার্ট ৪৪ রান করেন, ফিন অ্যালেন অপরাজিত থাকেন ২৯ রানে। টিম রবিনসন যোগ করেন ১৮ রান। মাত্র ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কিউইরা।
নতুন দল গড়ে শুরুতে যে আত্মবিশ্বাসের সন্ধান করছিল পাকিস্তান, তা পেল না। বরং সিরিজের প্রথম ম্যাচেই বড় হার তাদের জন্য সতর্কবার্তা হয়ে থাকল।