
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো — দেশের মাটিতে পৌঁছেছেন ইংলিশ ফুটবলে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাদের সঙ্গে ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। এরপর ছাদখোলা জিপে করে তাকে নেওয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে, তার পৈতৃক ভিটায়।
সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া হামজাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ এখন তুঙ্গে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, আর সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো দেখা যাবে হামজাকে।
বাংলাদেশের ফুটবল অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। তার আগমনে দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমন প্রত্যাশা সবার।