Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

গাজীপুরে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে এক অটোচালকে হত্যার ঘটনাকে ঘিরে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলার শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকালে তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী লোকজন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের দাবি, গতকাল সোমবার বিকেলে গাজীপুর থেকে মাওনা গামী একটি তাকওয়া পরিবহনের বাস পেছনে থেকে অটোরিকশায় ধাক্কা লাগিয়ে লুকিং গ্লাস ভেঙ্গে দেয়। এতে তর্কবিতর্কের এক পর্যায়ে অটোরিকশা চালক তাকওয়া পরিবহনে উঠে পড়েন। পরে তাকে হত্যা করে নতুন বাজার এলাকায় গিয়ে সড়কে ফেলে দেয়া হয়। নিহতের বাড়ি নেত্রকোনার মদন থানায়। থানায় হত্যা মামলা নেয়া, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান,
অটোরিকশা চালককে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।