Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

উপদেষ্টা পরিষদে নতুন মুখ: বুধবার শপথ বঙ্গভবনে

উপদেষ্টা পরিষদে নতুন মুখ: বুধবার শপথ বঙ্গভবনে
উপদেষ্টা পরিষদে নতুন মুখ: বুধবার শপথ বঙ্গভবনে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে কতজন নতুন উপদেষ্টা যোগ হচ্ছেন, তা এখনো স্পষ্ট নয়।

গণমাধ্যমের কাছে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন। বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগও নিশ্চিত করেছে যে, ড. আমিনুল শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করছেন।

ড. এম আমিনুল ইসলাম একজন খ্যাতনামা শিক্ষাবিদ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপক ছিলেন।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের কাঁধে দুটি গুরুত্বপূর্ণ খাতের ভার রয়েছে। নতুন উপদেষ্টার যোগদানের ফলে তার কাজের চাপ কিছুটা লাঘব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।