
পুরোনো সংবিধান ও শাসনব্যবস্থার কাঠামো দিয়ে আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, ১৯৪৭-এর স্বাধীনতা সংগ্রাম, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, আর পুরোনো সংবিধান একদলীয় শাসনের ভিত্তি তৈরি করেছে। তাই আমাদের নতুন প্রজাতন্ত্র ও একটি গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য।”
তিনি জানান, এনসিপি তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তার এবং দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে। এ মাসের মধ্যে দলটি গঠনতন্ত্র প্রণয়ন শুরু করবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তারা রায়ের বাজারে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন।
সকাল সাড়ে ৭টায় দুটি ডাবল ডেকার বাসে করে নেতাকর্মীরা স্মৃতিসৌধে পৌঁছান। স্লোগান দিয়ে তারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আখতার হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল সাম্য ও সুবিচারের বাংলাদেশ, যা ৫৪ বছরেও পূরণ হয়নি। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি আরও জানান, বাংলাদেশকে বিশ্বে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা এবং ঢাকাকে গ্লোবাল সাউথের কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে তারা এগোচ্ছেন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠনের প্রস্তাবও তাদের রয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা রায়ের বাজারের উদ্দেশে রওনা দেন, যেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।