Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

বন্দরে পণ্য আটকে রাখলে তিনগুণ জরিমানার হুঁশিয়ারি

বন্দরে পণ্য আটকে রাখলে তিনগুণ জরিমানার হুঁশিয়ারি
বন্দরে পণ্য আটকে রাখলে তিনগুণ জরিমানার হুঁশিয়ারি

নির্ধারিত সময়ের মধ্যে বন্দর থেকে পণ্য উত্তোলন না করলে আমদানিকারকদের তিনগুণ জরিমানা গুনতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে একটি চেক হস্তান্তর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান। অনুষ্ঠানে গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবাহী নৌযান ডুবে নিহত ছয় শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা এবং আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক প্রদান করেন উপদেষ্টা।

এরপর তিনি বলেন, “বাজারে ভোজ্যতেলের সরবরাহে কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেলেও শাক-সবজির দাম স্থিতিশীল রয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত আমদানি নিশ্চিত করা হয়েছে।” সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, “তবে যদি কোনো আমদানিকারক নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য না সরান, তাহলে তাদের তিনগুণ জরিমানা দিতে হবে।”

এই নির্দেশনা বন্দরে পণ্য জট কমাতে এবং বাজারে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।