Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

খালেদা জিয়ার স্বাস্থ্যে উন্নতি: শিগগিরই দেশে ফিরতে পারেন

খালেদা জিয়ার স্বাস্থ্যে উন্নতি: শিগগিরই দেশে ফিরতে পারেন
খালেদা জিয়ার স্বাস্থ্যে উন্নতি: শিগগিরই দেশে ফিরতে পারেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জিয়া পরিষদ ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, “বেগম জিয়ার স্বাস্থ্য এখন স্থিতিশীল। চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় তিনি এখন অনেক বেশি সুস্থ।” লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, “প্রায় সাত বছর পর পরিবারের সান্নিধ্যে এসে তিনি মানসিকভাবে প্রশান্তি পাচ্ছেন, যা তার শারীরিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলছে।”

তবে তিনি সতর্কতার সঙ্গে বলেন, “পুরোপুরি সুস্থ হয়েছেন, এমনটা নয়। তবে আল্লাহর রহমতে তিনি এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছেন। চিকিৎসকদের অনুমতি পেলে তিনি শিগগির দেশে ফিরতে পারেন।” এ সময় তিনি খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে রমজানের শুভেচ্ছাও জানান।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তার আগের দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা থেকে লন্ডন পৌঁছান। ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে তিনি তারেক রহমানের বাসায় স্থানান্তরিত হন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক রোগে ভুগছেন।