Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বুধবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের শুরু থেকেই সমিতির সদস্যরা দলে দলে ভোট দিতে আসছে এবং প্রার্থীরা ভোটারদের ফুল দিয়ে স্বাগত জানাতে দেখা গেছে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান বলেন, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০৬ জন। ২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আওয়ামী লীগ ঘরানার অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ ও সতন্ত্র প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন। এছাড়াও অন্যান্য পদের জন্য আরোও ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।