
জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের হাতেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই প্রক্রিয়ায় আর কোনোভাবে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সম্পৃক্ত থাকবেন না। এছাড়া, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনতে কাজ করছে কমিশন।
বুধবার (৫ মার্চ) নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের ওপর ন্যস্ত করেছিলেন। এজন্য সংশোধিত নীতিমালার ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। তবে এ সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দেয়।
নতুন কমিশন এখন আবার নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, ভোটকেন্দ্র স্থাপনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকবে না। বরং পূর্বের মতোই নির্বাচন কমিশনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাই এই দায়িত্ব পালন করবেন।