Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

 সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন

 সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন
 সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

সূত্রের খবর, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ কর্মরত আছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যা দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে।