
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ ছয়জন অদম্য নারীকে সম্মাননা পুরস্কার প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।
সম্মাননা পাওয়া অদম্য নারীরা হলেন— অর্থনীতিতে অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানের জন্য হালিমা বেগম, সফল জননী হিসেবে মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. মুহিন (মোহনা), এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। এই আয়োজনের মাধ্যমে নারীদের অসামান্য কৃতিত্ব ও সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা দেশের নারী ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।