
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।
আগামী ১৪ মার্চ এই সফরটি জাতিসংঘ মহাসচিবের বার্ষিক রমজান সংহতি সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করবেন, যা বাংলাদেশের উদার মানবিক উদ্যোগের প্রতি সম্মান জানাবে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ড. ইউনূস ওইদিন সকালে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং সন্ধ্যায় ফিরে আসবেন।
জাতিসংঘ মহাসচিব ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন। ঢাকায় তিনি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও তাদের নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেছেন।
গুতেরেস বলেছেন, রমজান সংহতি সফরের মাধ্যমে তিনি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বিশ্বকে ইসলামের শান্তিপূর্ণ চেতনার কথা স্মরণ করিয়ে দিতে চান।
এ সফরে মিয়ানমারের রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করার বিষয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।