
এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। দু- এক দিনের মধ্যে পরিশোধ করার আশ্বাসের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় স্বাধীন গার্মেন্টস কারখানায় শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন দাবিতে সকাল থেকে কারখানায় বিক্ষোভ করে । এরপর সকাল ১১ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কোনাবাড়ী ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আধা ঘন্টা অবরোধ করে রাখে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের দুই/ একদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।