Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। দু- এক দিনের মধ্যে পরিশোধ করার আশ্বাসের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় স্বাধীন গার্মেন্টস কারখানায় শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতন দাবিতে সকাল থেকে কারখানায় বিক্ষোভ করে । এরপর সকাল ১১ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কোনাবাড়ী ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আধা ঘন্টা অবরোধ করে রাখে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের দুই/ একদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।