Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার
সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

আগামীকাল শনিবার (১৫ মার্চ) দেশজুড়ে প্রায় সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টি প্রতিরোধে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ১৯৭৪ সালে শুরু হওয়া এই কর্মসূচির ফলে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে। ভিটামিন ‘এ’ শুধু অন্ধত্ব প্রতিরোধে কার্যকর নয়, এটি শিশু মৃত্যুর হার কমাতেও ভূমিকা রাখে।

দেশের সব শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল পায়, তা নিশ্চিত করতে এবারও ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির সফল বাস্তবায়নে সারাদেশে প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু থাকবে।

মা-বাবা ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যাদের ঘরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে, তারা যেন নিকটস্থ কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাদের শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।

স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করে, দেশের প্রতিটি শিশু সুস্বাস্থ্য নিয়ে বড় হোক, সেটাই সকলের লক্ষ্য। একে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।