Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কক্সবাজার সফরসহ নানা কর্মসূচি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কক্সবাজার সফরসহ নানা কর্মসূচি
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, কক্সবাজার সফরসহ নানা কর্মসূচি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে দুজনই একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন। সেখানে ড. ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

এরপর উখিয়ায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন ড. ইউনূস। কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম।

গুতেরেস কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া যাবেন, সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র ঘুরে দেখবেন। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরে আসবেন।