
ইসলাম ও আলেম-ওলামাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও আল্লামা আতাহার আলী রহ. কে নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমানের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতা। আজ দুপুরে ঐতিহাসিক শহিদী মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যনারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে এসে শেষ হয়ে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আলেম ওলাম ও তৌহিদি জনতা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আল্লামা আতাহার আলী রহ. কে নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান মিডিয়াতে যে কটুক্তি করেছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই।