
কক্সবাজারের সমুদ্র ও অর্থনৈতিক সম্ভাবনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মতামত জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের মানুষ ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র রয়েছে, যা আন্তর্জাতিক ব্যবসার দুয়ার খুলে দিতে পারে।” সমুদ্রকে কেন্দ্র করে ব্যবসা ও অর্থনীতির প্রসারে স্থানীয়দের ভাবনা ও পরামর্শ শুনতে এসেছেন বলেও জানান তিনি।
মতবিনিময়ের বেশিরভাগ সময় ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন, যা উপস্থিত জনতার মধ্যে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। কক্সবাজারের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “এটি শুধু পর্যটন শহর নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।”
তিনি কক্সবাজারে সমুদ্রবন্দর নির্মাণের সম্ভাবনা এবং লবণ উৎপাদনকারীদের সঙ্গে কথা বলেন, বিদেশি বাজারে লবণ রপ্তানির সুযোগ সম্পর্কে জানতে চান। পাশাপাশি, বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও যাচাই করার আহ্বান জানান।
রোহিঙ্গা শরণার্থীদের আগমনের ফলে স্থানীয়দের জীবন-জীবিকার ওপর কী প্রভাব পড়েছে, সে বিষয়েও জানতে চান ইউনূস।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কক্সবাজার সফরে যান এবং পরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারেও অংশ নেন।
কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয়দের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে, কক্সবাজার বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”