
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে।
শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় ফুলবাড়িয়া- কালিয়াকৈর সড়কে ফুলবাড়িয়াগামী একটি ট্রাক গাজীপুরগামী সিএনজি অটো রিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার চালক ও এক নারীসহ দুইজন যাত্রী মারা যান। এছাড়া আরো একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান,
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক ট্রাক ও দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।