Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মীকে হত্যা

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মীকে হত্যা
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মীকে হত্যা

গাজীপুরের শ্রীপুরে ছিনতাই ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মী রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার ও হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের নুরুল ইসলাম পাগলা (মামু) , কেওয়া পশ্চিম খন্ড এলাকার শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টেঙ্গা এলাকার জুলহাস। নিহত পোশাক শ্রমিক রেজাউল করিম নেত্রকোনা দুর্গাশ্রম এলাকার ইসহাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুরে ভাড়ায় থেকে এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

শনিবার( ১৫ মার্চ) সকালে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল
প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবড়ি এলাকায় আসলে ছিনতাইকারীরা তার পথ রোধ করে তার সাথে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করে কলাবাগানে ফেলে যায়। পরে ৯ মার্চ রোববার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেফতারের তৎপরতা চালায়। লাশ উদ্ধারের একদিন পর নিহতের ভাগিনা রিমন লাশের পরিচয় সনাক্ত করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।