
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে শিশু আছিয়ার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস দেন। হেলিকপ্টারযোগে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণের পর তিনি সরাসরি আছিয়ার কবরের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তার আগমনের খবরে মাঠের চারপাশে উৎসুক জনতার ভিড় জমে।
কবর জিয়ারতের পর এক সংক্ষিপ্ত সমাবেশে ডা. শফিকুর রহমান আছিয়ার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। তিনি বলেন, “ধর্ষণ ও নিপীড়নের সঙ্গে জড়িতদের প্রভাব যতই শক্তিশালী হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ ক্রমাগত বেড়ে চলেছে। জামায়াত আমিরের মতে, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
কবর জিয়ারত শেষে আছিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডা. শফিকুর রহমান। এরপর তিনি আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তবে দুর্ভাগ্যবশত ওই সময় আছিয়ার মা আয়েশা আক্তার বাড়িতে উপস্থিত ছিলেন না।
এ সফরে জামায়াত আমির আছিয়ার পরিবারের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।