
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন।
ওসি মোবারক বলেন, “শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।” গ্রেপ্তারের পর তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর।
এর আগে, গত ৪ ডিসেম্বর রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় পুলিশি অভিযানের সময় পুলিশের দিকে গুলি ছুড়ে পালিয়ে যান সাজ্জাদ। তার ছোড়া গুলিতে সে সময় দুইজন সাধারণ মানুষ আহত হন।
সাজ্জাদ হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে। তিনি নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। সাজ্জাদ হলেন দুই যুগ আগে শাহ আমানত সেতুর সংযোগ সড়কে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ও বর্তমানে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী।
ছোট সাজ্জাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। গত বছরের ২১ অক্টোবর চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পান করার সময় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ছোট সাজ্জাদকে।
এছাড়া বিভিন্ন ভবনে চাঁদার দাবিতে অস্ত্র প্রদর্শনসহ একাধিক অপরাধে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি, ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেন সাজ্জাদ। এরপর ৩০ জানুয়ারি তার সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
অবশেষে শনিবার রাতে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার হলেন ছোট সাজ্জাদ।