
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন, যা নির্বাচন কমিশনের (ইসি) প্রতিশ্রুতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার পর সিইসির কার্যালয়ে ইইউ-এর পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নাসির উদ্দিন।
তিনি বলেন, “নিরপেক্ষভাবে কাজ করার বিষয়ে আমরা আগেই ঘোষণা দিয়েছি। আমাদের কর্মকাণ্ডে কোনো গোপনীয়তা নেই; যা করছি, সবই স্বচ্ছতার সঙ্গে করছি। ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছিলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি কী পর্যায়ে রয়েছে। আমরা তাদের আমাদের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি।”
সিইসি আরও জানান, ইইউ প্রতিনিধিরা নির্বাচনের বাজেট, তহবিলের অবস্থা এবং কোনো আর্থিক অসুবিধা আছে কি না — এসব বিষয় জানতে চেয়েছেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে কোনো সমস্যা নেই এবং সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিয়েছে।
এছাড়া, ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) একটি টিম ইতোমধ্যে নির্বাচনী চাহিদা মূল্যায়ন সম্পন্ন করেছে এবং ইইউ সম্ভাব্য সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আগামী মাসে একটি কর্মশালার আয়োজন করা হবে, যেখানে সিভিল সোসাইটি, পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অতীতের ঘটনাবলি ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করব, যেখানে সবাই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। ইনশাআল্লাহ।”