
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে পুলিশ বাহিনীর কার্যকর ভূমিকা অপরিহার্য। পুলিশ সদস্যদের সম্মুখ সারির মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনীকে অবহেলা করে একটি উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়। অতীতে পুলিশ অপরাধীদের প্রভাবিত হলেও এখন তাদেরকে আলোময় সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, “আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে সব বাধা পেরিয়ে সফলতা অর্জন করা সম্ভব।” তিনি আরও বলেন, “আইন না থাকলে সরকার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার কিছুই থাকবে না।”
এছাড়া তিনি সতর্ক করে বলেন, “যতই নির্বাচন কাছে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে, সুতরাং পুলিশকে সতর্ক থাকতে হবে। আমরা যুদ্ধাবস্থায় রয়েছি, তাই পুলিশকে এ পরিস্থিতি মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, “বাংলাদেশ একটি বৃহৎ সম্ভাবনাময় দেশ, তবে আমরা এখনও সেটিকে বাস্তবায়ন করতে পারিনি। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন একটি সুযোগ তৈরি হয়েছে, যাতে এই সম্ভাবনা কাজে লাগাতে হবে।”
বাংলাদেশের জন্য বিশ্বমানের নেতৃত্বের সুযোগ রয়েছে এবং তা হারানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।