Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের আবির্ভাব: নেতৃত্বে সাবেক শিবির নেতারা

বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের আবির্ভাব: নেতৃত্বে সাবেক শিবির নেতারা
বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের আবির্ভাব: নেতৃত্বে সাবেক শিবির নেতারা

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা। তাদের দাবি, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনা এবং ‘জুলাই আন্দোলন’-এর চেতনা বজায় রাখা।

নতুন দলটির নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি এই রাজনৈতিক উদ্যোগের কথা জানান। তার মতে, সংগঠনটি একটি শক্তিশালী ‘প্রেশার গ্রুপ’ হিসেবে কাজ করবে, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেবেন।

তবে, বিশ্লেষকদের মতে, শিবির সংশ্লিষ্টতার কারণে এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) স্থান না পাওয়া কিছু নেতা এই নতুন দল গঠন করেছেন। তাদের ধারণা, পুরনো পরিচয় থেকে বের হয়ে এসে একটি নতুন রাজনৈতিক পরিচিতি তৈরি করাই তাদের উদ্দেশ্য।

আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, তাদের সংগঠন দুর্নীতিমুক্ত, ন্যায়সঙ্গত ও সাম্যভিত্তিক সমাজ গঠনে কাজ করবে। পাশাপাশি, দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও ভূমিকা রাখতে চায় তারা।

এনসিপি এই নতুন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, এটিকে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছে না। তাদের মতে, এটি এনসিপির বিকল্প হয়ে উঠতে পারবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই সংগঠনের মাধ্যমে ইসলামী রাজনৈতিক আদর্শের পুনরুত্থানের সম্ভাবনা রয়েছে। তবে, সময়ই বলে দেবে— নতুন দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলতে পারবে।