Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

এবারের ঈদে মিলবে টানা ১১ দিনের ছুটির সুযোগ

এবারের ঈদে মিলবে টানা ১১ দিনের ছুটির সুযোগ
এবারের ঈদে মিলবে টানা ১১ দিনের ছুটির সুযোগ

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের ঈদে পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। তবে এর আগে-পরে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটির কারণে কার্যত ১১ দিনের লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। এই হিসেব অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে। এর মধ্যে ৩১ মার্চ ঈদের মূল ছুটি, আর আগের ও পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছুটির আগে ২৮ মার্চ রয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার, যা শবে কদরের ছুটির সঙ্গেও মিলে গেছে। তার আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় ২৭ মার্চ মাত্র একদিন অফিস খোলা থাকবে।

অন্যদিকে, ছুটির পর ৩ এপ্রিল অফিস খুললেও ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) আবার সাপ্তাহিক ছুটি পড়ছে। ফলে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুদিন—২৭ মার্চ ও ৩ এপ্রিল।

ছুটির নিয়ম অনুযায়ী, দুই সরকারি ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ নেই, তবে অর্জিত ছুটি নেওয়া যেতে পারে। ফলে অনেকে ব্যক্তিগতভাবে ছুটির মেয়াদ বাড়ানোর সুযোগ পেতে পারেন।