Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

শরীয়তপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
শরীয়তপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহান শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা কার্যালয়ের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রোহান শেখ শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জাহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, ওই দিন বিকেলে রোহান তার মোটরসাইকেল মেরামত করতে বের হয়েছিলেন। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, “আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি এবং জানতে পেরেছি যে আহত যুবককে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”