
শরীয়তপুর জেলা লিগ্যাল অফিস এর উদ্যোগে শরীয়তপুরের পালং ইউনিয়নের ভূচুড়া গ্রামের গিয়াস উদ্দিন সরদারের বাড়ির উঠানে সরকারি খরচে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ক এক প্রচারণামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার ১১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ।
পালং ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে এবং মাসুদ শাহ এর উপস্থাপনায় আয়োজিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ খালেদ মিয়া। উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, মসজিদের ইমাম সহ ভূচুড়া গ্রামের গগণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বৈঠকে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মহোদয় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সবাই সমান বলা হলেও বাস্তবে আমাদের সমাজে ধনী দরিদ্রের ব্যবধান আকাশ পাতাল। দরিদ্র মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষে বাংলাদেশে জাতীয় আইনগত সহায়তা আইন, ২০০০ প্রণয়ন করে সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে কোন নাগরিক আইনগত তথ্য, পরামর্শ পেতে পারে, যে কোন নাগরিক মামলা না করে বিকল্প উপায়ে আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড অফিসের সহায়তা নিতে পারে, দরিদ্র-অসহায় মানুষ সরকারি খরচে মামলা দায়ের করতে পারে। তবে এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে আইনগত সহায়তা কার্যক্রমের ব্যাপক প্রচারণা দরকার। দরিদ্র, অসহায় ও সহায় সম্বলহীন মানুষকে জেলা লিগ্যাল এইড অফিসের কর্যক্রম সম্পর্কে অবগত করতে হবে। শরীয়তপুর লিগ্যাল এইড অফিস সারা জেলার দরিদ্র ও অস্বচ্ছল মানুষের জন্য কাজ করছে। তবে লিগ্যাল এইডের কার্যক্রমকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিয়ে যেতে চাইলে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রাম-বাংলাকে সম্পৃক্ত করতে হবে।
উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) মোঃ খালেদ মিয়া আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এবং লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন।
এছাড়াও উক্ত বৈঠকে উপস্থিত সবাইকে লিগ্যাল এইডের তথ্য সম্বলিত ২০২৪ সনের ক্যালেন্ডার ও টি-শার্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, কোন জেলা জজ কর্তৃক উঠান বৈঠকে অংশগ্রহণ এটাই প্রথম।
#