
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকালে থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে সোমবার রাতে শরীয়তপুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায়। কিন্তু এরপর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে মাঝ নদীতে কোনো ফেরি নোঙর করা ছিল না।
কুয়াশা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকালে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে নৌরুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে।
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুরের মধ্যে যাত্রী ও যানবাহন চলাচল ব্যাহত হয়েছিল।