
ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়ায় গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সুবিধাসমূহ প্রচারের উদ্দেশ্যে ইউনিয়ন ভিত্তিক সুপরিচিত ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২ ফেব্রুয়ারী, সকাল সাড়ে ১০ ঘটিকায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উল্লিখিত সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সেকান্তর খাঁন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাসেম ঢালী, সকল ইউনিয়ন পরিষদ সদস্য, হিসাব সহকারী, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী এবং গ্রাম পুলিশ ও সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রমের অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী।
এরপর গ্রাম আদালত কি এবং কেন, কোন কোন মামলা গ্রাম আদালতে দায়ের করা যায়, গ্রাম আদালতের গঠন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। উক্ত গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভার আয়োজন ও পরিচালনায় সহযোগিতা করেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ।
সভা শেষে সভাপতি গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি বৃদ্ধি করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “গ্রাম আদালতকে গতিশীল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।” তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে গ্রাম আদালতের কার্যক্রমে গুরুত্ব আরোপের আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করেন।