
শরীয়তপুরের সখিপুরে শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি বিকাল চারটায় শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ মাঠে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
কলেজের এড়হক কমিটির সভাপতি কামরুল হাসান ভু্টু মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সফিউদ্দিন মানিক হাওলাদার সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, এডহক কমিটির বিদ্যেৎসাহী সদস্য মনির হোসেন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক ।
এ সময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।