
শরীয়তপুর সদর উপজেলার ৫৯ নম্বর দক্ষিণ বালুচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, এবং শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাজুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এস.এম.সি.’র সাবেক সভাপতি বাবু অনীক ঘটক চৌধুরী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম ও সহকারী শিক্ষকবৃন্দ। সহযোগিতায় ছিলেন সাবেক কাউন্সিলর ও এস.এম.সি.’র সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ বেপারী এবং এলাকাবাসী।