
শরীয়তপুরে এম. এন. ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে মেধাবৃত্তি প্রদান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এম. এন. ইন্টারন্যাশনাল স্কুল মাঠ প্রাঙ্গণে নৃত্য, গান, যাদু, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলার মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মোঃ মানিক মোল্লাসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে এম এন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি প্রাপ্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।