
আজকের শিশু আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য, আর এই বিকাশের জন্য প্রয়োজন লেখাপড়ার পাশাপাশি মাঠের খেলাধূলা ও চিত্তবিনোদন। তাই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে,শরীয়তপুরের ভেদরগঞ্জে মমতাময়ী আইডিয়াল স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি উপজেলার ডিএমখালী ইউনিয়নের চর চান্দা পুরাতন বাজার সংলগ্ন মমতাময়ী আইডিয়াল স্কুল মাঠে সকাল ৯ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেণ,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী রুহুল আমিন সরদার।
মমতাময়ী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বায়েজিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ডি এম খালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমজাদ হোসেন ঢালী ।
স্কুলটির পরিচালক মাহমুদুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহীদ সিরিজ সিকদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোতালেব মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দাদন মিয়া গাজীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।