
শনিবার ১মার্চ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলার কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম পিপিএম সেবা এর বদলী হওয়ায় বদলীজনিত বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করলেন পুলিশ সুপার শরীয়তপুর মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোঃ তানবির হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ মুশফিকুর রহমান সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অফিসারগণ।