Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

ঈদের আগেই চালু হচ্ছে কোটাপাড়া সেতু: যানজট নিরসনে আশার আলো

ঈদের আগেই চালু হচ্ছে কোটাপাড়া সেতু: যানজট নিরসনে আশার আলো
ঈদের আগেই চালু হচ্ছে কোটাপাড়া সেতু: যানজট নিরসনে আশার আলো

শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে নির্মিত কোটাপাড়া সেতু এবার ঈদের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সেতু চালু হলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে যানজটের সমস্যা অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা। এ লক্ষ্যে সেতুর এপ্রোচ সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে গ্রাম পুলিশও মোতায়েন করা হয়েছে।
শরীয়তপুরের সচেতন নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে কোটাপাড়া সেতু যেন এবারই চালু করা হয়। এ বিষয়ে শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান দৈনিক রুদ্রবার্তাকে জানান, “শরীয়তপুর-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে। ঈদকে সামনে রেখে আমরা মহাসড়কের ছোটখাটো সংস্কারের পাশাপাশি কোটাপাড়া সেতুকে যান চলাচলের উপযোগী করতে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। আশা করি, ঈদের আগেই এটি চালু সম্ভব হবে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী কিংসুক মন্ডল দৈনিক রুদ্রবার্তাকে জানিয়েছেন, “প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা ঈদের আগে সেতুর এপ্রোচ সড়কের কাজ শেষ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিকল্পনা মতোই ঈদের আগে যানবাহন চলাচলের জন্য সেতুটি প্রস্তুত হবে।”
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, “সেতুর মূল কাঠামোর কাজ আগেই সম্পন্ন হয়েছে। সংযোগ সড়ক নির্মাণে কিছু জটিলতা থাকলেও তা সমাধান করা হয়েছে। বর্তমানে কাজ দ্রুত এগিয়ে চলছে, এবং ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, ঈদের আগেই এই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে।”
এই উদ্যোগ সফল হলে শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ কমবে, এবং ঈদযাত্রা হবে আরও সহজ ও নিরাপদ।