
“কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” ফুলের মতো ফোটবো মোরা, জ্ঞানের আলো জ্বলবো” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’২৪ উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, শরীয়তপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সকাল ৯ টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা হারুনুর রশিদ রাফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক সহকারী সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান তাসনিম বিল্লাহ, মাদারীপুর জেলা চেয়ারম্যান রিফাত হোসাইন।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী, ডা. রফিকুল ইসলাম মামুন, মোঃ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট দেওয়ান ছিদ্দিক আহম্মদ, অ্যাডভোকেট রাশেদ খান, ড. আমিনুল ইসলাম, কাহেদ নজরুল ইসলাম, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।
তারা বৃত্তিপ্রাপ্ত ২০৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট তুলে দেন এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। উল্লেখ্য গত নভেম্বর’২৪ মাসে জেলার মোট ৪৩৩২ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহিত করবে। সুন্দর ক্যারিয়ার গঠনে, জীবনকে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে কিশোরকণ্ঠ চমৎকারভাবে ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। বৃত্তি পরীক্ষা পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী হওয়ায় তা আমাদের একাডেমিক পড়াশোনায় ভিন্নমাত্রা তৈরি করেছে।