Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করায় প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করায় প্রতিবাদে মানববন্ধন
শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করায় প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও গ্রামের ৯.৪৫ একর জমি জোর করে কৃষি জমিতে মাছের ঘের কেটে ও কিটনাশন দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার ৪ মার্চ বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি জেলা প্রশাসকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোবারক বেপারী, নিপা আক্তার, বাবর আলী মাদবর, রিপা বেগম, মো. খোকন মোল্যা সামাদ শেখ প্রমূখ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিকে জোরপূর্বক অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে শরীয়তপুর সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় রোকন সরদার ও আজিজুল অস্ত্রসহ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হানা দেয় এবং তারা আমাদের ভয় দেখায় আমরা ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছি না। আমাদের কৃষিজমি জোর করে কেটে ফেলেছে।

তারা আরও বলেন, এ যেন মগের মুল্লুক। রোকন সরদারের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পাটানিগাও গ্রমের কৃষকরা। রোকন সরদারের সাথে আরও দুইজন সহকারি রয়েছেন। তারা হলেন আরিফ মাতবর আজিজুল শিকদার। তারা আমাদের বারবার হুমকি দিচ্ছে আমরা বাঁচতে চাই।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি ইউএনওদের নির্দেশনা দেয়া হয়েছে। যারা ফসলি জমি কাটবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।