
শরীয়তপুরে মহিলা দলের উদ্যোগে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এউপলক্ষে ৮ মার্চ ২০২৫ সকালে শরীয়তপুর পুলিশ বক্স এলাকা থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল শরীয়তপুর জেলার সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের সদস্য শাহানা পারভীন, সহ-সভাপতি নুর জাহান বেগম, সহ-সভাপতি শিরিন মাহমুদ, সাংগঠনিক ফারহানা মনি, দপ্তর সম্পাদক রুমা হামিদ, প্রচার সম্পাদক শাহিদা আক্তার, সখিপুর থানার সভাপতি মুন্নি হাবিবা, ভেদরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জিয়াসমিন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, জাজিরা উপজেলার সদস্য সচিব লিমা মাহমুদ সহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে, শরীয়তপুরে মহিলা দলের নারী দিবসের অনুষ্ঠানে সখিপুর থানা মহিলা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ যোগদান করেন।সখিপুর থানা মহিলা দলের সভাপতি মুন্নি হাবিবা’র নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন, শরীয়তপুর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সেলিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক ঝর্ণা বেগম, সদস্য শামিমা আক্তার, চরভাগা ইউনিয়ন সভাপতি আসমা বেগম, সাধারণ সম্পাদক সেতারা বেগম, সদস্য রুমা বেগম, শাফিয়া বেগম, তাছলিমা বেগম, ঝুমা আক্তার, রাবেয়া বেগম, আরশিনগর ইউনিয়ন সভাপতি মাহমুদা বেগম, মহিলা দল নেত্রী হাসিনা বেগম প্রমূখ।