
শরীয়তপুরের সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের চরচান্দা খাশমহল বাজার বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে চর চান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে ডি এম খালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলি উল্লাহ বেপারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সরদার, আমজাদ হোসেন বেপারী আনিসুর রহমান সান্টু ঢালী, নজরুল ইসলাম বেপারী, মনসুর আহমেদ বেপারী, সফিউদ্দিন খাঁনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,আমরা দীর্ঘ ১৬ বছর স্বস্তিতে থাকতে পারিনি। আমাদের দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির জাতীয় নেতাদের সুস্থভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি।’
ইফতারের পূর্ব মুহূর্তে, লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।