Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

চাঁদপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ৩৪ কিলোমিটার মৃত্যু ফাঁদ

চাঁদপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ৩৪ কিলোমিটার মৃত্যু ফাঁদ
চাঁদপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ৩৪ কিলোমিটার মৃত্যু ফাঁদ

শরীয়তপুরে সদর মনোহর বাজার হতে সখিপুর বালার বাজার ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত ৩৪ কিলোমিটার রাস্তা প্রধান সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রাস্তা বেহালের কারণে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। আজ সোমবার ভোর ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত মনোহর বাজার হইতে বুড়ির হাট পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা বাস,ট্রাক, পিকাপ, সিএনজি, অটো রিক্সা নসিমন, মটর বাইক যান যট ছিল। ফলে যানবাহন লোক চলাচলের বন্ধ হওয়ার উপক্রম।
এতে স্কুল কলেজ শিক্ষার্থী সহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদে ঘরে ফেরার মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে শরীয়তপুর সদর মনোহার বাজার হতে সখিপুর বালার বাজার ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত এই রাস্তাটি অধিকাংশ জায়গায় খানাখন্দদে পরিণত হয়েছে। এই রাস্তাটি আওয়ামী সরকারের ১৬ বছরে কয়েকটি ব্রীজ ছাড়া রাস্তা পূর্ণনির্মাণ করা হয়নি। তবে শরীয়তপুর মনোহর বাজার হতে হাট বাজার পর্যন্ত পাঁচ ছয় কিলোমিটার সড়কের অবস্থা। এখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত পণ্য বুঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস পিকআপ কাঁচামাল ট্রাক আটকে পড়ে যাচ্ছে এতে করে লক্ষ লক্ষ টাকার কাঁচামালের পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী মহল। ফলে দুর্ভোগের যেন অন্ত নেই।

প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত সবজি ট্রাক আলুর ট্রাক ঢাকার রাজধানী চাঁদপুর ফেনী চিটাগাং সেনমাটি এবং দক্ষিণ অঞ্চলের ২১ টি জেলায় এই পণ্য ট্রাকগুলি যাতায়াত করে । ট্রাক ড্রাইভার ফোরহাদ বলেন আজকে ভোর ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত সবজি পণ্য নিয়ে আমি অপেক্ষা মানুষ আছি এখানে একটি রেগার গাড়ি ভোর পাতি ভেঙ্গে যায় গাড়িটি রাস্তার উপর থাকায় আমরা যেতে পারি নাই, আরেকজন ট্রাক ড্রাইভার রুবেল বলেন আমি বগুড়া থেকে আলো নিয়ে এসেছি চট্টগ্রাম যাব আমি এই কাঁচা মালের পণ্যগুলি চট্টগ্রাম পৌঁছেতে পারলে আজকে মালিকগন বিক্রি করতে পারত। ট্রাক ড্রাইভার সামাদ বলেন প্রতিনিয়ত আমাদের এই রাস্তায় খানা খন্দের কারনে সমস্যা পড়তে হয়।

শরীয়তপুরের সড়ক জনপথের নির্বাহী নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন দৈনিক রুদ্রবার্তাকে বলেন ঈদকে সামনে রেখে রাস্তাটি তুমি কি রাস্তাটি বাজার মনোহর বাজার থেকে বুড়ির হাট পর্যন্ত রাস্তাটি মেরামত করা হবে। শরীয়তপুরের টিআই এনামুল হক বলেন আমরা রাস্তায় একটি ট্রাকের পাতি ভেঙ্গে যাওয়ায় এই যানজটের সমস্যা হয় রাস্তায় এত করুন অবস্থা মাঝে মধ্যেই গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে যায়। যার ফলে যানজট সৃষ্টি ।