Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

শরীয়তপুরে বিএনপির ক্লাব ও বাড়ি-ঘরে হামলা, আহত ১০

শরীয়তপুরে বিএনপির ক্লাব ও বাড়ি-ঘরে হামলা, আহত ১০
শরীয়তপুরে বিএনপির ক্লাব ও বাড়ি-ঘরে হামলা, আহত ১০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ করায় শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএনপি কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে আজ সোমবার (১০ মার্চ) বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবার।

এরআগে রোববার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরপায়াতলী আলী হোসেন সরদার কান্দী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন মল্লিক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের দোসররা এলাকায় অশান্তি সৃষ্টির লক্ষ্যে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এর প্রতিবাদ করায় ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারীর হুকুমে পতিত স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর সরদারের ছেলে অপু সরদার ও দিপু সরদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন আওয়ামী সন্ত্রাসী আমাদের ভেদরগঞ্জ-সখিপুর সড়কের চরপায়াতলী এলাকায় অবস্থিত ডিএমখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ক্লাবে হামলা ও ভাংচুর চালায়। পরে মোতালেব মল্লিকের ৩টি মুদী দোকান, বসতবাড়ি ও মিসর প্রবাসী মিজান কাজীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। এসময় হামলা চালিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ প্রায় ১০ জনকে আহত করা হয়। আহতদের মধ্যে আব্দুল হাই মল্লিকের ছেলে মোতালেব মল্লিক (৫৪) ও দুদু মিয়া মল্লিকের ছেলে ফারুক মল্লিককে (৪০) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রবাসীব মিজান কাজীর স্ত্রী সুইটি বেগম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আওয়ালী লীগের লোকজন আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। তারা আমার ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা নিয়ে গেছে। আমি এর বিচার চাই।

বাচ্চু মল্লিক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, পতিত আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে ছেলের মোটরসাইকেলটিও রক্ষা পায়নি। তারা মোটরসাইকেলটি ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।

তবে, বিষয়ে ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বেপারী অভিযোগ অস্বীকার করে দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি সাত মাস যাবৎ এলাকার বাইরে। শুনেছি বিএনপির দুই গ্রুপ মারামারি করে এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়ে নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।