Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

শরীয়তপুর যুবলীগ নেতা নাঈমুল হাসান গ্রেপ্তার

শরীয়তপুর যুবলীগ নেতা নাঈমুল হাসান গ্রেপ্তার
শরীয়তপুর যুবলীগ নেতা নাঈমুল হাসান গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাঈমুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ ) দুপুরে শরীয়তপুর সদর পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাঈমুল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ । এছাড়াও নাঈমুল হাসানের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের শিক্ষিকা ও ছাত্রীদের যৌন হয়রানি ও শিক্ষকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার নাঈমুল হাসান উপজেলার মহিষার ইউনিয়নের রফিকুল ইসলাম চৌকিদারের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাইভেট স্কুলের অংশীদার।

বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, গ্রেপ্তার নাঈমুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালিত করেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শরীয়তপুর আদালতে পাঠানো হবে।