
শরীয়তপুরের গোসাইরহাটে উদ্ধার হওয়া নারী ও শিশুর মরদেহের পরিচয় সনাক্ত হয়েছে। ওই নারীর নাম তানিয়া আক্তার ও শিশুটির নাম রাবেয়া। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে। তাদের বাড়ি বরিশালের হিজলা থানায়।
বুধবার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এদিকে মরদেহ দুটি উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ দুটির পরিচয় সনাক্ত করে। ময়নাতদন্ত শেষে বুধবার সকালে মরদেহ দুটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তানিয়া আক্তারের বাবা দুলাল হাওলাদার মেয়ের জামাই আব্দুর রহমানসহ তিনজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।